30th August-2025
Prothom Alo
10th June-2025
Prothom Alo
2nd June-2025
Ekhon TV
3rd March-2025
Dipto TV- Kafela
6th October-2024
Prothom Alo- অনলাইন আবাসন মেলার হালচাল
5th October-2024
Prothom Alo
2nd June-2024
Jamuna TV- T20 World Cup Expert Table
30th April-2024
Dhanmondi Abashon Mela
17th April-2024
13th March-2024
Banglavision TV
স্বপ্ননিবাস এর বিজ্ঞাপন চিত্রে মুশফিক ফারহান!
প্রথম আলো পত্রিকা - ১২ ই মার্চ ২০২৪
অনলাইন আবাসন মেলার উদ্বোধন
প্রথম আলো পত্রিকা - ২৭ মে, ২০২৩
13th September
Prothom Alo


30th August
Prothom Alo
30th August
Prothom Alo
মনের মতো ফ্ল্যাট খুঁজছেন। তার জন্য আবাসন কোম্পানির কার্যালয়ে যাবেন বলে ভাবছেন। তবে সময় বের করতে পারছেন না। আপনার জন্য শুরু হয়েছে অনলাইন আবাসন মেলা। ঘরে বসে কম্পিউটার কিংবা হাতের মুঠোফোনে খানিকটা সময় নিয়ে ঢুঁ দিলেই পেয়ে যেতে পারেন মনের মতো ফ্ল্যাট। শুধু ফ্ল্যাট নয়, পাবেন পছন্দের জমি ও বাণিজ্যিক জায়গাও। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, বগুড়া, সিলেট, বরিশাল, কুমিল্লায়ও আপনি খুঁজতে পারবেন পছন্দের ফ্ল্যাট বা জমি। আর এই সুযোগ নিয়ে এসেছে ডিবিএল সিরামিকস-প্রথম আলো অনলাইন আবাসন মেলায়। সাত দিনের এই মেলায় ৪৮টি আবাসন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তাদের ৫ হাজার ২১টি ফ্ল্যাট, ২ লাখ ৩৫ হাজার কাঠা জমি এবং ৬ লাখ ৩৫ হাজার বর্গফুট আয়তনের বাণিজ্যিক জায়গা প্রদর্শিত হবে। ‘সুযোগ এসেছে আবার, ঘরে বসে স্বপ্নের আবাস খোঁজার’—স্লোগান নিয়ে অনলাইন আবাসন মেলার পঞ্চম আসরের উদ্বোধন হয়েছে গতকাল বুধবার। এ উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে আবাসন, নির্মাণসামগ্রী, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত বিশ্ব গণমাধ্যমের মর্যাদাপূর্ণ ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ এ বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভার্টাইজিং সেলস বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রথম আলো আয়োজিত অনলাইন আবাসন মেলা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। শুরুতে অনলাইন আবাসন মেলার বিভিন্ন দিক তুলে ধরেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস বিভাগের প্রধান জাবেদ সুলতান। মেলা চলাকালে প্রতিদিন আগ্রহীরা অনলাইনে নিজের পছন্দের ফ্ল্যাট খুঁজতে পারবেন। আবাসনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে অনলাইনে abashonmela. pro-তে। ৩০ আগস্ট পর্যন্ত এ মেলা চলবে। প্রথম আলো ডট কম আয়োজিত এই মেলার কৌশলগত অংশীদার আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। প্রধান পৃষ্ঠপোষক ডিবিএল সিরামিকস। আর সহযোগিতায় রয়েছে আসবাব খাতের ব্র্যান্ড হাতিল।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘গত কয়েক দশকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি অবিশ্বাস্য। আবাসন খাতেও অনেক অগ্রগতি হয়েছে। প্রথম আলোর জন্য অনলাইন আবাসন মেলা খুবই গুরুত্বপূর্ণ। এই আয়োজনের জন্যই আমরা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। আবাসন প্রতিষ্ঠানগুলোও এই অর্জনের অংশীদার।’ আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত বিশ্ব গণমাধ্যমের মর্যাদাপূর্ণ ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ এ বেস্ট আইডিয়া টু গ্রো অ্যাডভার্টাইজিং সেলস বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রথম আলো আয়োজিত অনলাইন আবাসন মেলা। এ ছাড়া ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২ ’-এ ‘বেস্ট ইউজ অব প্রিন্ট’ ক্যাটাগরিতে প্রথম স্থান পায় প্রথম আলো। বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকা, টেলিভিশন, রেডিওসহ সংবাদমাধ্যমের জন্য সম্মানজনক এই পুরস্কারের আসরে প্রথমবারের মতো ‘শীর্ষ পুরস্কার’ পেয়েছে বাংলাদেশি কোনো সংবাদমাধ্যম।এই স্বীকৃতির জন্য প্রথম আলোকে অভিনন্দন জানান রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। তিনি বলেন, পাঁচ বছর আগে প্রথম আলোর সম্পাদক যখন অনলাইন আবাসন মেলার সঙ্গে রিহ্যাবকে অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, আমরা তখন সাদরে গ্রহণ করেছিলাম। আমরা জানতাম, উদ্যোগটি সফল হবেই। কারণ প্রথম আলো এমন একটি প্ল্যাটফর্ম, যাকে সবাই বিশ্বাস করে।
আবাসন খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন রিহ্যাব সভাপতি। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার–সংকট ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় সবকিছুর দাম বেড়েছে। ফলে স্বাভাবিকভাবেই নির্মাণসামগ্রীর দাম ২৫ থেকে ৩০ শতাংশ বেড়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে ফ্ল্যাটের দাম বাড়ানো ছাড়া কেউ ব্যবসায় টিকে থাকতে পারবে না। তা ছাড়া আবাসনশিল্পের সঙ্গে ২৭২টি সহযোগী উপখাত রয়েছে। আবাসন খাত সংকটে পড়লে উপখাতের ব্যবসাও হুমকিতে পড়বে। তাই আবাসন খাতকে টিকিয়ে রাখতে সবার সহযোগিতা দরকার।
ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম বলেন, অনলাইন আবাসন মেলার মাধ্যমে মানুষ খুব সহজেই ঘরে বসে মনের মতো বাসা খুঁজে পাবেন। আমরা উদ্যোগটির সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। তিনি আরও বলেন, দেশের আবাসন খাত বড় হচ্ছে। সঙ্গে টাইলসের চাহিদাও বাড়ছে। আমরা সবাই মিলে কাজ করলে আবাসন খাতকে বিশ্বমানের পর্যায়ে নিতে পারব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিলের পরিচালক শফিকুর রহমান। পরে মুক্ত আলোচনায় অংশ নেন আইডিএলসি ফিন্যান্সের মহাব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ, শেলটেকের হেড অব অপারেশন শাহজাহান, রাতুল প্রপার্টিজের উপব্যবস্থাপনা পরিচালক আলিনূর রহমান, বিক্রয় ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঈশিতা শারমিন, রানার প্রোপার্টিজের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আবুল কালাম আজাদ, প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপক সবুজ ভৌমিক, নতুন ধরার ঊর্ধ্বতন কর্মকর্তা শাহীন সিকদার, জিএলজি অ্যাসেটের উপমহাব্যবস্থাপক রুহুল আমিন, আনোয়ার ল্যান্ডমার্কের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক এম হক ফয়সাল প্রমুখ।
অনলাইন আবাসন মেলার সহযোগী হিসেবে রয়েছে এসিআই মোটরস, ওয়ালটন, আইডিএলসি, বিক্রয় ডটকম, ইজি বিল্ড, মেঘনা ব্যাংক, প্রোপার্টি লিফট, জি গ্যাস।
গোল্ড মেম্বার হিসেবে রয়েছে শেলটেক, আনোয়ার ল্যান্ডমার্ক, রূপায়ণ সিটি উত্তরা, ক্রিডেন্স হাউজিং, পূর্বাচল মেরিন সিটি, রাতুল প্রোপার্টিজ, নাভানা রিয়েল এস্টেট, এডিসন রিয়েল এস্টেট, জিএলজি অ্যাসেটস, নতুন ধরা, রানার প্রোপার্টিজ, স্বপ্ননিবাস, কমপ্রিহেনসিভ হোল্ডিংস, কিউব হোল্ডিংস, ইনটেক প্রোপার্টিজ, রিয়েল ক্যাপিটা গ্রুপ, মধু সিটি এবং সিপিডিএল।
অনুষ্ঠানের শুরুতে ব্যবসা পরিস্থিতি নিয়ে র্যাপ গান পরিবেশন করেন র্যাপার আলী হাসান ও তাঁর দল। অনুষ্ঠানের শেষে কৌতুক পরিবেশন করেন শাওন মজুমদার। গান গেয়ে শোনান কণ্ঠশিল্পী সিঁথি সাহা। উদ্বোধনী আয়োজনের পর্দা যখন নামল ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যা। গানের রেশ কাটতে না কাটতেই চায়ের কাপ হাতে আড্ডায় মেতে ওঠেন আগত ব্যক্তিরা।
Reference : Prothom Alo – Newspaper
